Thursday, November 30, 2023
জাতীয় সংবাদরাজ্যসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল

রাজ্যসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল

বিরোধীদের আপত্তি উপেক্ষা করে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। রাজস্থানের বিজেপি সাংসদ কিরোডিলাল মিনা প্রাইভেট মেম্বার বিল হিসাবে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি ২০২০ বিলটি পেশের পরই বিরোধীরা আপত্তি তোলেন।

শুরু হয় হট্টগোল। তারমধ্যেই ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে বিলটি। বিরোধীরা বিলটিকে আটকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআইয়ের মতো দলের সাংসদরা সমস্বরে বলতে থাকেন, এই বিল ভারতের গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করবে। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, অধিবেশনে এটা নিয়ে আলোচনা হোক। তারপরই চেয়ারম্যান জগদীপ ধনখড় ধ্বনি ভোট করান। তাতে বিলের পক্ষে ৬৩ জনের সমর্থন আসে, বিপক্ষে ২৩। পাশ হয়ে যায় বিলটি। এদিকে, বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব অভিন্ন দেওয়ানি বিধি দেশজুড়ে চালু করা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে জিরো আওয়ার নোটিস দিয়েছেন।

More News

শাহ-র সভা, রাস্তায় অমিল বাস, ভোগান্তি

0
বিজেপির হাইভোল্টেজ সমাবেশের জন্য কলকাতার রাস্তা থেকে উধাও বেসরকারি বাস। যারফলে সকাল থেকেই হয়রানির শিকার...

বিজেপির সভা, জনস্রোত ধর্মতলামুখী

0
২০২৪-এর লোকসভা ভোটের আগে শেষ ২৯ নভেম্বর বিজেপির হাইভোল্টেজ সভা কর্মসূচি ঘিরে সাজো সাজো রব...

গণনার আগে খুলল ব্যালট বাক্স, কমিশনে কংগ্রেস 

0
৩ ডিসেম্বর গণনার আগে মধ্যপ্রদেশে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগে উঠেছে। বলাঘাটে গণনার আগেই পোস্টাল ব্যালট খুলেছেন...