দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ২সন্তানকে নিয়ে বিষ খেয়ে আত্মঘাতী হায়দ্রাবাদের দম্পতি। ঘটনার দেড়দিন পরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ স্বতঃস্ফূর্ত ভাবেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে ৯ বছরের নিশিকেত এবং ৫ বছরের নিহাল। দুই সন্তানের চিকিৎসা করিয়ে কোনও ফল না মেলায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল ওই দম্পতি। এরজেরেই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ।