কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির।এদিকে, বিজেপির ডাকা বনধ নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল।
দিন কয়েক আগে কালিয়াগঞ্জে সাহেবঘাটায় এক আদিবাসী ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। যৌন হেনস্তার চিহ্ন নেই। ঘটনায় মূল অভিযুক্তকে করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। কোনও অশান্তি যাতে না ছড়ায়, তার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ইন্টারনেট কানেকশন।এদিকে, এই ঘটনায় বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। শুক্রবারের এই বনধ সর্বাত্মক ভাবে সফল হবে। এদিক এর পাল্টা তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন সাধারণ মানুষ উত্তরবঙ্গ বনধ ব্যর্থ করবে।,রাজনৈতিক উদ্দেশ্যে বনধের তীব্র প্রতিবাদও জানিয়েছেন তিনি। লাশ নিয়ে রাজনীতি করছে বিজেপি।