পূর্বতন সরকারের পুরনো চিন্তাভাবনার পরিবর্তন করেছে বিজেপি। এভাবেই কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার কর্নাটকের কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিমানবন্দরে নাদাপ্রভু কেম্পেগোদার একটি ১০৮ ফুট ব্রোঞ্চের মূর্তিরও উদ্বোধন করেছেন তিনি। এরপরেই এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, বেঙ্গালুরু দেশের স্টার্ট আপ স্পিরিটের প্রতিনিধিত্ব করছে। বর্তমানে বিশ্বজুড়ে ভারত তার স্টার্ট-আপগুলির জন্য পরিচিত। কর্নাটকও দেশে এই বিনিয়োগের থেকে উপকৃত হচ্ছে। স্টার্ট আপ শুধুমাত্র একটি সংস্থা নয়, একটি দেশের অগ্রগতিতে উচ্চতার শিখরে নিয়ে যায়। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে কর্ণাটক। একই সঙ্গে বেঙ্গালুরু বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল উদ্বোধন করা হয়েছে, যা রাজ্যের মানুষের প্রয়োজন ছিল।পূর্বতন সরকারগুলির পুরনো চিন্তাভাবনা ছিল। কিন্তু বিজেপি সরকার তার পরিবর্তন করেছে।ভারত আরও মুজবুত হয়েছে।২০১৭ সালে দেশে ৭০ টি বিমানবন্দর ছিল। বর্তমান কেন্দ্রীয় সরকার তা দ্বিগুন করে ১৪০ টি করেছে।