Thursday, November 30, 2023
জাতীয় সংবাদইডি-র নিয়ন্ত্রণে জেলে যাবে বিজেপি নেতারা : কেজরিওয়াল 

ইডি-র নিয়ন্ত্রণে জেলে যাবে বিজেপি নেতারা : কেজরিওয়াল 

তাঁর হাতে ইডি-সিবিআইয়ের নিয়ন্ত্রণ দেওয়া হলে বিজেপির অর্ধেক নেতা জেলে যাবেন। এমনই মন্তব্য করেছেন ,দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, তাদের দলের নেতাদের বিরুদ্ধে গত সাত বছরে কেন্দ্রীয় সংস্থাগুলি ১৬৭টি মামলা দায়ের করেছে।

এরমধ্যে প্রায় দেড়শোটি মামলা থেকে আপ নেতারা মুক্তি পেয়েছেন। বাকিগুলি বিচারাধীন। তাঁর বিশ্বাস, সেগুলি থেকেও তাঁরা নির্দোষ প্রমাণিত হবেন।অরবিন্দ কেজরিওয়ালের দাবি, তাঁর হাতে একদিনের জন্য ইডি এবং সিবিআইয়ের নিয়ন্ত্রণ দেওয়া হোক। তারপর সবাই দেখবে কীভাবে বিজেপির অর্ধেক নেতা জেলে যাচ্ছেন।অন্যদিকে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, গুজরাট এবং দিল্লি পুরভোটে হেরে যাওয়ার ভয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যা করার পরিকল্পনা করছে বিজেপি। এই ষড়যন্ত্রে দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও যুক্ত রয়েছেন বলে দাবী করেন তিনি।

More News

কমছে রক্তচাপ, আইসিইউতে জ্যোতিপ্রিয়  

0
শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএমের ৫ নম্বর কেবিন থেকে আইসিইউ ১২ নম্বর...

১০০ দিনের বঞ্চিত’দের টাকা পাঠাচ্ছেন অভিষেক

0
কেন্দ্রের বকেয়া বিতর্কে নতুন মোড়। ধর্মতলায় বিজেপির সভার দু'দিন আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত'দের অর্থসাহায্য তৃণমূলের।...

বুধে ধর্মতলায় সভায় থাকছেন অমিত শাহ 

0
তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থানেই ধর্মতলার বুধবার জনসভা করবেন বিজেপি। সেই সভায় যোগ দেওয়ার কথা কেন্দ্রীয়...