তাঁর হাতে ইডি-সিবিআইয়ের নিয়ন্ত্রণ দেওয়া হলে বিজেপির অর্ধেক নেতা জেলে যাবেন। এমনই মন্তব্য করেছেন ,দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, তাদের দলের নেতাদের বিরুদ্ধে গত সাত বছরে কেন্দ্রীয় সংস্থাগুলি ১৬৭টি মামলা দায়ের করেছে।
এরমধ্যে প্রায় দেড়শোটি মামলা থেকে আপ নেতারা মুক্তি পেয়েছেন। বাকিগুলি বিচারাধীন। তাঁর বিশ্বাস, সেগুলি থেকেও তাঁরা নির্দোষ প্রমাণিত হবেন।অরবিন্দ কেজরিওয়ালের দাবি, তাঁর হাতে একদিনের জন্য ইডি এবং সিবিআইয়ের নিয়ন্ত্রণ দেওয়া হোক। তারপর সবাই দেখবে কীভাবে বিজেপির অর্ধেক নেতা জেলে যাচ্ছেন।অন্যদিকে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, গুজরাট এবং দিল্লি পুরভোটে হেরে যাওয়ার ভয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যা করার পরিকল্পনা করছে বিজেপি। এই ষড়যন্ত্রে দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও যুক্ত রয়েছেন বলে দাবী করেন তিনি।