স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিজেপি বিধায়কদের না ডাকায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় উন্নয়নমূলক কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে সফর শুরু করেছে পাবলিক ওয়ার্কস এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং স্ট্যাডিং কমিটি।
পশ্চিম মেদিনীপুর ঘুরে বিকেলে পূর্ব মেদিনীপুরে দিঘা উন্নয়ন পর্ষদের সভাঘরে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোনও বিজেপি বিধায়কদের ডাকা হয়নি। এই অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু। টুইট করে শুভেন্দু জানিয়েছেন ৬ জুন আদালতে যাবেন তিনি। শুভেন্দুর দাবি মঙ্গলবার বিকেলে দিঘার ডিএসডিএ স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়েছে। জেলার সমস্ত বিযায়ককে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছিলেন পিডব্লুউজির জয়েন্ট ডিরেক্টর। কিন্তু বৈঠকে কেবলমাত্র তৃণমূল বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়। পূর্ব মেদিনীপুরের ১৬ টি বিধানসভার মধ্যে ৭ টি বিজেপির দখলে।