Sunday, June 4, 2023
Top Newsবামফ্রন্টের নজির ছুঁল গুজরাটের বিজেপি

বামফ্রন্টের নজির ছুঁল গুজরাটের বিজেপি

পরপর ৭ বার জয়ে পশ্চিমবঙ্গের বামফ্রন্টের নজির ছুঁয়েছে গুজরাটের বিজেপি। পশ্চিমবঙ্গে ১৯৭৭ সালে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার প্রথমবার ক্ষমতায় আসে।

তারপর টানা সাতবার, ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তারা। গুজরাটেও জনতার রায় পর পর সাতবার বিজেপির পক্ষেই গিয়েছে। ১৯৯৫ সালে প্রথমবার রাজ্যে এককভাবে ক্ষমতায় আসে বিজেপি। ২০২২ সালের ভোটের ফলও জানিয়ে দিয়েছে, এবারও তারা সরকার গড়বে। পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও এমনটা ঘটেনি। তবে বিজেপির হাতে পর পর সাতবার যাওয়া গুজরাটের সঙ্গে পচিমবঙ্গের সামান্য হলেও দূরত্ব রয়ে গিয়েছে। সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ৩৪ বছর রাজ্যের ক্ষমতায় ছিল। কিন্তু একই সংখ্যক বার গুজরাটে জয় পেলেও বিজেপি কিন্তু ৩৪ বছর রাজ্যের ক্ষমতায় থাকবে না। সব কিছু ঠিক থাকলে, ২০২৭ সালের ডিসেম্বরে যখন গেরুয়া শিবির আবার রাজ্যের বিধানসভা ভোটে অংশ নেবে, তখন তাদের সরকারের বয়স হবে ৩২ বছরের একটু বেশি। কারণ ১৯৯৫ সালে গুজরাটে বিজেপি এককভাবে প্রথমবার সরকার গড়লেও, ১৯৯৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৯৯৮ সালের ৪ মার্চ পর্যন্ত তাদের সরকারের বাইরে থাকতে হয়েছিল। তাই সমসংখ্যক বার জয় পেয়েও বামফ্রন্টের রেকর্ড ছোঁয়া হবে না বিজেপির।

More News

শিবাজির মূল্যবোধের ভিত্তিতে অমৃতকালের যাত্রা : মোদী 

0
মহারাজ ছত্রপতি শিবাজির মূল্যবোধের উপর ভিত্তি করে বিজেপি সরকার অমৃতকালের যাত্রা শেষ করবে। এমনই মন্তব্য...

মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ, রাহুলকে নিশানা বিজেপির 

0
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  আমেরিকার রাজধানী...

বিদেশে গেলেই রাহুলের মধ্যে জিন্নার আত্মা : বিজেপি 

0
বিদেশে গেলেই মহম্মদ আলি জিন্নার আত্মা ভর করে রাহুল গান্ধীর ওপর। প্রধানমন্ত্রীকে  সমালোচনার এভাবেই কংগ্রেস...