আসন্ন লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল করেবে কংগ্রেস। বিরোধী শক্তির কাছে পরাজিত হবে বিজেপি।
আমেরিকায় বসে এমন দাবিই করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে ২০২৪-এ বিজেপিকে হারানো প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসের সম্ভাবনার পাশাপাশি বিরোধী ঐক্যের ওপরই ভরসা রেখেছেন তিনি। কিন্তু এই বিরোধী ঐক্য কতটা সফল হবে তা নিয়ে যদিও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে হারাতে বিরোধী ঐক্য জোরদার কাজ করছে বলেই জানিয়েছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, একটু জটিলতা থাকলেও বিরোধী জোট নিয়ে আত্মবিশ্বাসী। কংগ্রেস ভাল ফল করবে দাবি করলেও কংগ্রেস কত আসন পাবে বা কত আসন টার্গেট করবে, তেমন কিছু খোলসা করেননি রাহুল।