নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণটি দেশের উত্তর-মধ্য অঞ্চলের নাসারাওয়া ও বেনু রাজ্য়ের মাঝামাঝি অংশে ঘটেছে। সেখানে তখন উপস্থিত ছিলেন বহু পশুপালক।
বিস্ফোরণে কমপক্ষে ১২ জন পশুপালক-সহ ঘটনাস্থলে উপস্থিত ৫০ জনেরই মৃত্যু হয়। নাইজেরিয়ার পশুপালক সংগঠনের মুখপাত্র তাসি সুলেমান জানিয়েছেন, ফুলানির পশুপালকরা গোরু-ভেড়া নিয়ে নাসারাওয়া থেকে বেনুর দিকে যখন যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় কর্তৃপক্ষ তাদের আটক করেন পশুপালন প্রতিরোধ আইন ভঙ্গের অভিযোগে। পশুপালকদের যখন জেরা করা চলছিল, তখনই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।অন্যদিকে, পাকিস্তানে গ্যাস লিক করে বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয়েছে।