শিয়ালদহ স্টেশনে তরোয়াল নিয়ে দাপাদাপি, রক্তাক্ত যাত্রী

0
28
ছবি সৌজন্যে : নিজস্ব
শিয়ালদহ স্টেশনে তরোয়াল নিয়ে দাপাদাপি। রক্তাক্ত হলেন যাত্রীও। শনিবার দুপুরে ভয় ধরানো ছবি শিয়ালদহর ৩ নম্বর প্লাটফর্মে। জানা গিয়েছে দুপুর ১২টার দিকে ডাউন নৈহাটি লোকাল শিয়ালদহ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়।
এরপর সেই ট্রেনটি আপ কৃষ্ণনগর লোকাল করা হয়। তখনই দেখা যায় স্টেশনের মধ্যেই তরোযাল নিয়ে দাপাদাপি করছেন একদল। যাদের তরোয়ালে রক্তাক্ত হয়েছেন যাত্রীও। তরোয়াল থেকে বাঁচতে অনেকেই উদ্ভ্রান্তের মত দৌঁড়ছে। যাত্রীদের অভিযোগ আরপিএফকে খবর দিলেও কোনও দেখায়নি তারা।
পরে যাত্রীদের চাপে কয়েকটি তরোয়াল বাজেয়াপ্ত করেছে মাত্র। এরইমধ্যে কৃষ্ণনগর লোকাল ছেড়ে দেয়। তখনও ট্রেনের মধ্যেই তরোয়াল নিয়ে দাপাদাপি করতে দেখা গিয়েছে একদলকে। ভিতরে সিঁটিয়ে  যাত্রীরা আতঙ্কে চিত্কার করতে থাকেন।