Wednesday, August 17, 2022
বিনোদননীল রঙেই সেরা নুসরত

নীল রঙেই সেরা নুসরত

আকাশী রঙের শাড়ি পড়ে ফের চর্চার কেন্দ্রে নুসরত জাহান। সম্প্রতি, নিজের লেটেস্ট ফটোশুটের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।

দেখা গিয়েছে, নুসরতের পড়নে রয়েছে আকাশী রঙের ফিনফিনে শাড়ি আর স্ট্রাপড ব্লাউজ। শাড়ির সাথে ম্যাচিং করেই পড়েছেন অক্সিডাইজড ইয়াররিং ও সি-গ্রিন আর অফ হোয়াইট চুড়ি। এর সাথেই সফ্ট পিঙ্ক মেকআপ টাচ নিয়েছেন নুসরত। সবমিলিয়েই যে বেশ এলিগেন্ট লাগছেন টলিউডের অন্যতম ফ্যাশনিস্তা, তা আর বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর এই ট্রেডিশনাল ফটোশুটের ছবি দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ফ্যানেরা। কেউ লিখেছেন, বড্ড সুন্দর লাগছে। আবার কারোর কথায়, নুসরত সুন্দরের সাথে সাথে স্টানিং-ও বটে।

More News

যশ-নুসরতের নতুন চমক

0
এই প্রথমবার মিউজিক ভিডিওতে যশ নুসরত। প্রকাশ্যে এসেছে, যশ দাসগুপ্ত এবং নুসরত জাহান অভিনীত হারিয়ে...

রণবীর-বাণীর বোল্ড ফটোশুট

0
শামশেরার প্রমোশনাল ফটোশুটে বাজিমাত করলেন রণবীর কাপুর এবং বাণী কাপুর। দেখা গিয়েছে, রণবীরের কোলে বসে...

নতুন অবতারে অনন্যা পান্ডে

0
অনন্যা পান্ডেকে দেশি পোশাকে দেখে খুশিতে মাতোয়ারা ভাবনা পান্ডে। সম্প্রতি, উমাং ২০২২-এর জন্য মেগান কোনসেসিওর...