Sunday, September 24, 2023
Top Newsসিরিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৬১ 

সিরিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৬১ 

সিরিয়ার উপকূলে ডুবে যাওয়া নৌকায় ৬১ জনের মৃতদেহ পাওয়া গেছে এ ছাড়া বেঁচে যাওয়া ২০ জন সিরিয়ার টারতুস শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার অভিযান এখনো চলছে। লেবাননের পরিবহনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ১২০ থেকে ১৫০ জনের মতো ছিল বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। তাদের মধ্যে নারী-শিশুসহ লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি নাগরিক ছিল।  তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত টারতুস শহর লেবাননের বন্দর শহর ত্রিপোলি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাটি লেবানন থেকে যাত্রা করেছিল এবং পথিমধ্যে সিরিয়ার উপকূলে এটি ডুবে যায়। আর এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

More News

সাফ কাপে ভারতের সামনে লেবানন

0
আরও এক বার ভারতের সামনে লেবানন। এ বার সাফ কাপের সেমিফাইনালে। কয়েক দিন আগেই আন্তর্মহাদেশীয়...

লেবানন-ইসরায়েলের সমুদ্র সীমা চুক্তি

0
শেষ পর্যন্ত সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করেছে লেবানন এবং ইহুদীবাদী ইসরায়েল।এই চুক্তির ফলে লেবানন...