তুনিশা শর্মা আত্মহত্যায় সত্যিই কি প্ররোচনা ছিল প্রাক্তন প্রেমিক শীজান খানের। মামলার তদন্ত নিয়ে এমনই প্রশ্ন করেছে বম্বে হাইকোর্ট।
২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটেই দেহ উদ্ধার হয়েছিল অভিনেত্রীর। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পরের দিন প্রাক্তন শীজান খানকে গ্রেফতার করে পুলিশ। মুম্বইয়ের ভাসাই ওয়ালিভ থানায় ৩০৬ ধারায় এফআইআর দায়ের হয় শীজানের বিরুদ্ধে। সেই এফআইআর খারিজের দাবিতে বম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিনেতা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন করেছে বম্বে হাইকোর্ট। বিচারপতি পৃথ্বীরাজ চভন বলেছেন, তদন্ত কি সঠিক পথেই এগোচ্ছে।অন্যদিকে বিচারপতি রেবতী মোহিতেদেরে বলেছেন, ৩০৬ ধারায় মামলা করা হয়েছে। তার কি প্রমাণ মিলেছে। কী প্ররোচনা দিয়েছিলেন শীজান খান। তুনিশার মায়ের বয়ান থেকে ৩০৬ ধারার প্রমাণ মেলেনি। সরকারি আইনজীবী জানিয়েছে, ফরেন্সিক তদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।