রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বোমাবাজির পরেই ঘটনায় জড়িত সন্দেহে শহরজুড়ে তল্লাশি অভিযানে ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করা হয়েছে। একজন আটক।
এদিকে, মন্ত্রীর বাড়ির সামনে বোমাবাজির ঘটনাকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূল রাজ্য জুড়ে বোমার কারখানা তৈরি করে বিজেপি নেতাকর্মীদের বাড়ির ওপর এতদিন টেস্ট করা হয়েছে। আর এখন বোমাবাজি তৃ ণমূলের কাছেই বু্মেরাং হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ কুড়ি-পঁচিশ জন যুবক আট থেকে দশটি গাড়ি ও দু-তিনটি বাইকে করে এসে রাজডাঙা মেন রোড এলাকায় মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। তবে, বোমাবাজির সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না। ভর সন্ধেয় এমন বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয় এলাকার মানুষের মধ্যে। এই অবস্থায় তদন্তে নেমে পুলিশ পর্ণশ্রী, পূর্ব যাদবপুর ও কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে সানি রাউত নামে বছর চব্বিশের এক যুবক সহ ছজনকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে বোমা তৈরির সরঞ্জামও। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দুই গোষ্ঠীর লড়াইয়ের কারণেই এই ঘটনা। বিরুদ্ধ গোষ্ঠীকে ভয় পাইয়ে দিতেই বোমাবাজি করা হয়েছে।