Monday, September 25, 2023
Sportsঅবসরের ঘোষণা করলেন বনুচ্চি

অবসরের ঘোষণা করলেন বনুচ্চি

ইতালির জার্সিতে লিওনার্দো বনুচ্চির অভিষেক হয় ২০১০ সালে। গত ইউরোতে ইতালির ট্রফি জয়ে তার রয়েছে বড় ভূমিকা।

 

ক্লাব পর্যায়ে জুভেন্টাসের হয়ে ২০১১-১২ সিজন থেকে আটটি সিরি এ জেতা এই কিংবদন্তি অবসর নিচ্ছেন আগামী সিজন শেষে। জুভেন্টাসের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন বনুচ্চি নিজেই।বনুচ্চি বলেছেন, এই জার্সি তাঁর কাছে দ্বিতীয় ত্বকের মতো। এত দিন ধরে এই জার্সিটা পরতে পারা স্বপ্নের মতো। এবার থামছেন। আগামী সিজন শেষে যখন অবসর নেব, তখন রক্ষণের একটা যুগেরও অবসান হবে।উল্লেখ্য,জর্জিও কিলিয়ানি, আন্দ্রে বারজাগলি আর গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের সঙ্গে রক্ষণে প্রাচীরই গড়েছিলেন বনুচ্চি। ইতালির হয়ে ১২০ ম্যাচ আর জুভেন্টাসের জার্সিতে কিছুদিন আগে খেলেছেন ৫০০তম ম্যাচ। তবে বিদায়ের পরও তরুণদের আদর্শ হয়ে থাকতে চান তিনি।বলেছেন তাঁরা যেভাবে বারেসি, নেস্তা, মালদিনি, ক্যানাভারোদের দেখে বড় হয়েছেন, তেমনি তাঁদের আদর্শ করেও গড়ে উঠবে তরুণরা।

More News

ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ জুভেন্টাস

0
আর্থিক লেনদেনে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের,এফএফপি আইন ভাঙায় জুভেন্টাসকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করল উয়েফা।ইতালিয়ান লিগে গত সিজনে টেবিলের...

জুভেন্টাস থেকে লিয়েনে ফিওরেন্তিনায় আর্থার মেলো

0
তিন বছর আগে জুভেন্টাসে পাড়ি জমানোর পর থেকে সময়টা মোটেও ভালো কাটছে না আর্থার মেলোর। গত সিজন লিয়েনে অন্যত্র...

জুভেন্টাস ছেড়ে ইন্টারে কুয়াদরাদো

0
আসছে সিজন সামনে রেখে নতুন ঠিকানা বেছে নিয়েছেন হুয়ান কুয়াদরাদো। এক বছরের চুক্তিতে জুভেন্টাস ছেড়ে...