!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeNationalসুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই

    Published on

    সাম্প্রতিক খবর

    সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হতে চলেছেন ভূষণ রামকৃষ্ম গাভাই বা বিআর গাভাই। আগামী ১৪ মে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। ঠিক তার আগের দিন ১৩ মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
    বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর নাম সুপারিশ করছেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। সরকারের তরফে সেই নামের ওপর সিলমোহর পড়লে প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বিআর গাভাই।
    তবে মাত্র ছ মাসই প্রধান বিচারপতি হিসাবে মেয়াদ থাকবে তাঁর। কারণ চলতি বছরের নভেম্বর মাসেই তাঁর অবসর নেওয়ার কথা।
    Your ad here

    আরো খবর