সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হতে চলেছেন ভূষণ রামকৃষ্ম গাভাই বা বিআর গাভাই। আগামী ১৪ মে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। ঠিক তার আগের দিন ১৩ মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর নাম সুপারিশ করছেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। সরকারের তরফে সেই নামের ওপর সিলমোহর পড়লে প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বিআর গাভাই।
তবে মাত্র ছ মাসই প্রধান বিচারপতি হিসাবে মেয়াদ থাকবে তাঁর। কারণ চলতি বছরের নভেম্বর মাসেই তাঁর অবসর নেওয়ার কথা।