প্রাক্তন প্রেসিডেন্ট জইর বোলসোনারোর সমর্থকদের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে দেশের সেনাপ্রধান জুলিয়ো সিজার দা আরুদাকে বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিয়ো লুলা দা সিলভা।
৩০ ডিসেম্বরই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জুলিয়ো। তার ঠিক দু’দিন বাদে শেষ হয়েছিল প্রেসিডেন্ট হিসেবে বোলসোনারোর মেয়াদ। এরপরই জানুয়ারির শুরুতে তাঁর নিযুক্তি নিশ্চিত করা হয় দা সিলভা প্রশাসনের তরফেও। কিন্তু এক মাস কাটতে না কাটতেই ছন্দপতন।এবার জুলিয়োর জায়গায় আসতে চলেছেন সেনা কম্যান্ডার টমাস রিবেইরো পাইভা। ৮ জানুয়ারি প্রেসিডেন্টের প্রাসাদে ভাঙচুর চালিয়েছিল বোলসোনারোর সমর্থকেরা। ওই ঘটনায় দু’হাজার জনকে গ্রেফতার করা হয়।প্রেসিডেন্ট দা সিলভার সন্দেহ, নিরাপত্তা বাহিনীর একাংশের সঙ্গে ওই হামলাকারীদের যোগসাজশ ছিল। জল্পনা , সেই প্রেক্ষিতেই সরানো হল জুলিয়োকে।