প্রিমিয়ার লিগ ট্রফি আগেই নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। তাই অনেকটা নির্ভার হয়েই ব্রাইটনের মাঠে খেলতে গিয়েছিলেন আর্লিং হালান্ডরা।
তবে ব্রাইটনের বিপক্ষে জেতা হয়নি ম্যানসিটির, ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা।ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ম্যানসিটির।২৫ মিনিটে ফোডেনকে বক্সের ভেতরে পাস দেন আর্লিং হালান্ড।সহজ শটে লক্ষ্যভেদ করেন ফোডেন। ৩৮ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করেন ব্রাইটনের এনসিসো।বিরতির পরও বল দখলে এগিয়ে ছিল ম্যানসিটি। ৭৯ মিনিটে একটি গোলও পেয়েছিল। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় হালান্ডের গোলটি।শেষ পর্যন্ত অবশ্য ড্র নিয়ে নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলকে।এই ড্রয়ের ফলে ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাইটন। লিগে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে ব্রাইটনের। ওই ম্যাচে হারলেও পয়েন্ট তালিকার ৬ নম্বরই থাকবে ব্রাইটন। ফলে আগামী সিজনে ইউরোপা লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে দলটির।