যাত্রীবোঝাই বাস ও দুধের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে এক শিশু সহ- ১৮ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে।
এই ঘটনায় আহতরা সংখ্যা বহু।এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, বুধবার ভোরে ৫টা নাগাদ দূরপাল্লার বাসটি বিহার থেকে দিল্লি যাওয়ার পথে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বেহতা মুজাওয়ার এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। ট্যাঙ্কার এবং বাস, দুটোই উল্টে যায় রাস্তার উপর।বিষয়টি নজরে আসতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। উল্টে পড়া বাসের মধ্যে থেকে যাত্রীদের বার করে আনার চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঙ্গারমাউ এবং বেহতা মুজাওয়ার থানার পুলিশ। উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।