আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে বন্দুকবাজের হামলার ঘটনার প্রধান অভিযুক্ত আত্মঘাতী। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর ওই বৃদ্ধ যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে। পালানোর রাস্তা নেই বুঝতে পেরে নিজের শরীরেই গুলি চালিয়ে দেন অভিযুক্ত।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।শনিবার মন্টেরে পার্ক শহরে চিনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালায় বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালানো হয় অনুষ্ঠানের মাঝে। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, ঘাতক বন্দুকবাজের নাম হু ক্যান ট্র্যান। এই হামলার নেপথ্যে অন্য কারও হাত নেই বলেই মনে করা হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। কেন নববর্ষের অনুষ্ঠানে আচমকা গুলি চালালেন ৭২ বছর বয়সি বৃদ্ধ, কেন এত মানুষ মেরে শেষে নিজেও ঢলে পড়লেন মৃত্যুর কোলে, তা এখনও জানা যায়নি। এই হামলা সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেছে পুলিশ।