Monday, September 25, 2023
বিনোদনবাচ্চাদের আদিপুরুষ দেখার আহ্বান : কৃতি 

বাচ্চাদের আদিপুরুষ দেখার আহ্বান : কৃতি 

অভিনেত্রী কৃতি স্যানন,সব প্রজন্মকে বিশেষ করে বাচ্চাদের আসন্ন পৌরাণিক সিনেমা আদিপুরুষ দেখার আহ্বান জানিয়েছেন। অভিনেত্রীর মতে, বাচ্চাদের এই সিনেমাটি দেখা উচিত।

সম্প্রতি আদিপুরুষ সম্পর্কে কথা বলার সময় কৃতি বলেছেন যে সমস্ত প্রজন্মকে অবশ্যই সিনেমাটি দেখতে হবে। তবে তিনি মূলত বাচ্চাদের সিনেমাটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।অভিনেত্রী বলেছেন, এটি একটি বিশেষ ফিল্ম এবং এর অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করেন। কৃতি স্যানন সিনেমাটিতে বিশ্বাস রাখছেন। মনে করেন এটি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সমস্ত প্রজন্ম, বিশেষ করে বাচ্চাদের অবশ্যই এটি দেখতে হবে।কৃতি আরো বলেছেন, আমরা আমাদের মা এবং  ঠাকুমার কাছ থেকে ছোটবেলায় রামায়ণ এবং মহাভারতের গল্প শুনতেন , কিন্তু মনে করেন এটি নিজের চোখে দেখার অনুভূতি আজকের প্রজন্মের উপর সম্পূর্ণ ভিন্ন প্রভাব ফেলবে। অনেক দিন ধরে এই গল্পটি বড় পর্দায় দেখা যায় নি। প্রথমবারের মতো ‘থ্রিডি’তে আসছে। সিনেমাটি এর বিশুদ্ধতার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং এটি আজকের শিশু এবং তরুণদের সাথে সংযোগ স্থাপন করবে।উল্লেখ্য,ওম রাউতের লেখা ও পরিচালনায় আদিপুরুষে দেবতা রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। লঙ্কেশ্বর রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। মাতা জানকির ভূমিকায় অভিনয় করছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত,আদিপুরুষ।

More News

গুলি খেলা নিয়ে ঝামেলা, প্রাণ গেল বৃদ্ধের

0
গুলি খেলা নিয়ে বাচ্চাদের ঝামেলায় প্রাণ গেল বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে বারাসতের বিজয়নগরে। পাড়ারই...

শিশুর হাতে মোবাইল প্রচুর ক্ষতি 

0
ইউটিউবের ভিডিয়ো বা ইনস্টাগ্রামের রিল শিশুর হাতে ধরিয়ে দিয়ে বাড়ির কাজ সামলান অনেক অভিভাবকই। তবে...

মালদহে ২ শিশুকে নির্যাতন, গ্রেফতার নাবালক 

0
মালদহে দুই শিশু কন্যাকে নির্যাতনের অভিযোগে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলে। বর্তমানে মালদহ মেডিকেল কলেজে দুই নির্যাতিতা শিশুর...