!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeTechnologyএআইনির্ভর ডিজাইন টুল আনল ক্যানভা

    এআইনির্ভর ডিজাইন টুল আনল ক্যানভা

    Published on

    সাম্প্রতিক খবর

    ডিজাইন অ্যাপ ক্যানভা এ যাবৎকালে তাদের সফটওয়্যারে সবচেয়ে বড় আপডেট এনেছে। বলা হচ্ছে, ক্যানভা সার্ভিসকে নতুন করে ডিজাইন করেছে এই অ্যাপ নির্মাতা।তারা বলেছে, এর মাধ্যমে শেষ হচ্ছে ডকুমেন্ট বা ফাইল তৈরির পুরনো পদ্ধতি।পুনরায় ডিজাইন করা নতুন অ্যাপ চালুর লক্ষ্য হচ্ছে, বিভিন্ন দল কীভাবে কাজ করে তার পদ্ধতিতে পরিবর্তন আনা ও বিভিন্ন ধরনের ফরম্যাটে কাজের প্রচলিত ধারণাটি সরিয়ে ফেলা।

    উল্লেখ্য,২০১২ সালে চালু হয়েছিল বিনামূল্যে অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। তখন থেকেই এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে।কোম্পানিটি বলেছে, ২০২২ সালে নতুন ভিজুয়াল স্যুট ফিচার লঞ্চ-র পর থেকে ১৪ কোটি ৫০ লাখেরও বেশি ইউজার যোগ দিয়েছেন এতে।এবার ভিজুয়াল স্যুট ২.০ ফিচারটি চালু করল ক্যানভা। এতে বিভিন্ন পরিবর্তন এনেছে তারা।

    কোম্পানিটি বলেছে, কাজের প্রকৃতি মৌলিকভাবে বদলে দেবে এই ফিচার।এসব পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে, এর একটি ফিলোসফিক্যাল বা দার্শনিক পরিবর্তন, যা বিভিন্ন ধরনের ডিজাইন ফাইলের জন্য প্রচলিত নানা ফরম্যাটের ব্যবহারকে সরিয়ে দেবে।যেমন, এ ফিচারের মাধ্যমে এখন একই রকম ডিজাইনে প্রেজেন্টেশন ও স্প্রেডশিট তৈরি করতে পারবেন ইউজাররা।

    Your ad here

    আরো খবর