বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে সিবিআই। বুধবার সকালে বোলপুরের অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয় সিবিআইয়ের আধিকারিকরা।
এরপর প্রায় ২ ঘন্টা ধরে চলে তল্লাশিও। বাড়িতে খানাতল্লাশির পর আটক অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। নিয়ে যাওয়া হয়েছে একটি চার্টার্ড অ্যাকাউন্টট্যান্টের অফিসে। শোনা যাচ্ছে, কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তাঁর নামের সম্পত্তিগুলি খতিয়ে দেখা হবে। এরপর তাঁকে কোথায় নিয়ে যাওয়া হবে, কী পদক্ষেপ করবে সিবিআই, তা এখনও স্পষ্ট নয়। যদিও আটক প্রসঙ্গেও মুখে কুলুপ তদন্তকারীদের।