কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নরেন্দ্র মোদী সরকারের নবম বছর পূর্তি উপলক্ষ্যে মুম্বইতে এক সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন, বর্তমানে দেশে খুচরো মূল্যবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪.৮ শতাংশ। তাঁরা মূল্যবৃ্দ্ধি রুখতে সব সময় নজর রাখছেন।বিজেপি সরকার খাদ্যশস্য, সবজি, ফল সব কিছুরই দাম নিয়ন্ত্রণ করছে। কোথাও যদি বিশেষ ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার প্রয়োজন হয় তবে সেখানে সরকার পদক্ষেপ নেয়। এদিকে, ২ হাজার টাকার নোট বাতিল নিয়ে দেশজুড়ে নানা চর্চা চলছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জানিয়েছেন, এই বিষয়টি আরবিআই দেখে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ভাল করেই জানেন মুদ্রা নিয়ে সিদ্ধান্ত নেয় আরবিআই। তাছাড়া ওই মুদ্রার মেয়াদও ফুরিয়ে গিয়েছিল।বিজেপি সরকার সর্বদা সেবা, সুশাসন ও গরিব কল্যাণের উপর জোর দিয়েছে।