রাস্তার ধারে যত্রতত্র হেলমেট বিক্রির ঘটনা নিয়ে এ বার সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। এই হেলমেটগুলি অনেক ক্ষেত্রেই সরকার নির্ধারিত সুরক্ষা মানদণ্ড মেনে তৈরি হয় না। এর ফলে বাইক এবং স্কুটারচালকদের জীবনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
তাই কোথাও এই ধরনের হেলমেট তৈরি বা বিক্রি হচ্ছে কি না, তার উপর নজর রাখতে এবং কড়া পদক্ষেপ করতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। একটি বিবৃতি প্রকাশ করে দেশবাসীকেও এ বিষয়ে সাবধান করে দিয়েছে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক দফতর এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। বাইকচালক এবং আরোহীদের সুরক্ষার জন্য শুধুমাত্র বিআইএস অনুমোদিত হেলমেট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। বিআইএস-এর ছাড়পত্র নেই এমন হেলমেট তৈরি এবং বিক্রি বন্ধ করতে কড়া পদক্ষেপের জন্যও বলা হয়েছে রাজ্যগুলিকে।
বিবৃতিতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক দফতর জানিয়েছে, দেশে ২১ কোটিরও বেশি দু’চাকার যান চলাচল করে। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্তু জরুরি। এ অবস্থায় নিম্নমানের হেলমেট চালক বা যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করে বলে বিবৃতিতে জানিয়েছে কেন্দ্র।