Wednesday, May 31, 2023
Scienceক্রিপ্টোয় চ্যাটজিপিটি নির্মাতা

ক্রিপ্টোয় চ্যাটজিপিটি নির্মাতা

অবশেষে নিজের তৈরি ক্রিপ্টোমুদ্রা ওয়ার্ল্ডকয়েন-এ সাইন আপ করেছেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।সম্প্রতি নিজের ক্রিপ্টো প্রকল্পের জন্য ১০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছেন অল্টম্যান।

 

আর বিনামূল্যে বায়োমেট্রিক ডেটার মাধ্যমে ক্রিপ্টোমুদ্রা লেনদেনের জন্য এতে লাখ লাখ মানুষের চোখের মণি স্ক্যানিংয়ের ব্যবস্থাও রয়েছে।এই সপ্তাহের আগে পর্যন্ত অল্টম্যান এই প্রকল্পে যোগ দিতে পারেননি কারণ তার নিজের দেশ আমেরিকায় এখনও এটি চালু করা সম্ভব হয়নি। নিজের ইউরোপ সফরে এক ,সিলভার অর্ব স্ক্যানারের মাধ্যমে এই প্রকল্পে সাইন আপ করেন অল্টম্যান। কারণ, সেখানে এই প্রযুক্তির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। আইরিস স্ক্যান করে পাওয়া তথ্য পরবর্তীতে যাচাইয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হবে।ওয়ার্ল্ডকয়েনের আনুষ্ঠানিক লঞ্চ-র পর বিনামূল্যে এই ডিজিটাল মুদ্রার ভাগও পাবেন তিনি ওই বায়োমেট্রিক ডেটা যাচাইয়ের মাধ্যমে।কোম্পানির হিসাব অনুযায়ী, এরইমধ্যে ১৫ লাখের বেশি মানুষ এই প্রকল্পে সাইন আপ করেছেন। আর আসন্ন সপ্তাহগুলোয় এর আনুষ্ঠানিক লঞ্চ হতে পারে।এই ক্রিপ্টোমুদ্রাকে কোম্পানি এমন এক নতুন সমন্বিত মালিকানাধীন বৈশ্বিক মুদ্রা হিসেবে ব্যাখ্যা করছে, যা ন্যায্য উপায়ে যত বেশি সম্ভব মানুষের কাছে বিতরণ করা হবে। কোম্পানির দাবি, বিশ্বের প্রত্যেক নাগরিকই বিনামূল্যে এর অংশীদার হওয়ার ক্ষেত্রে বিবেচিত হবেন।

More News

ইউরোপ ছাড়ার হুমকি চ্যাটজিপিটি নির্মাতার

0
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় পরিকল্পিত নীতি মানতে ব্যর্থ হলে ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার বিষয়টি বিবেচনায়...

এআই নীতি : বৈঠকে বসবে জি৭ কর্তারা

0
চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন...

আইফোনে- অ্যান্ড্রয়েডেও চ্যাটজিপিটি অ্যাপ

0
চ্যাটজিপিটি এবার আনল আইফোন অ্যাপ। এটি চ্যাটজিপিটির প্রথম অফিশিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন। ওপেনএআই সিটিও মিরা মুরাটি...