একের পর এক আক্রম, অ্যাস্টন ভিলার পোস্টে ২৭টি শট নিল চেলসি।তার পরও ভিলা মাঠ ছাড়ে ২-০ গোলের জয়ে। গোল হওয়া দুটি শটই কেবল লক্ষ্যে ছিল ভিলার।এই হারটা মানতে পারেননি চেলসি সমর্থকরা।
স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের খেলোয়াড়দের দুয়ো দিয়েছে তারা। দলবদলের ইতিহাসে রেকর্ড খরচ করা চেলসির প্রিমিয়ার লিগে ১১ নম্বরে নেমে যাওয়ায় ক্ষুব্ধ তারা।ফুটবলারদের আগলে রেখে এই হারের দায়টা নিলেছিলেন কোচ গ্রাহাম পটার। দায় নিজের কাঁধে নিয়েও বাঁচতে পারেননি পটার।পরদিনই তাঁকে বরখাস্ত করেছে চেলসি। চলতি সিজনের শুরুর দিকে থমাস তুখলকে বরখাস্ত করে গ্রাহাম পটারকে পাঁচ বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ করেছিল ক্লাবটি। কিন্তু পাঁচ বছর তো দূরের কথা সাত মাস না যেতেই চাকরি হারালেন পটার। অন্তবর্তীকালী হেড কোচ হিসেবে এখন দায়িত্ব পালন করবেন ব্রুনো স্যাল্টোর।গত সেপ্টেম্বরে চেলসির দায়িত্ব নেওয়ার পর থেকে ৩১ ম্যাচের মধ্যে ১১টিতেই হারের মুখ দেখেছেন পটার। এমন বাজে পারফরম্যান্সের কারণে চেলসি ফ্যানদের কাছ থেকে মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি। বাদ যায়নি তার পরিবারও। অথচ ৪৭ বছর বয়সী এই কোচের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল চেলসি।অন্যদিকে,দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন ব্রেন্ডন রজার্স। তাকে কোচের পদ থেকে ছাঁটাই করল লেস্টার সিটি।প্রিমিয়ার লিগের দলটি এক বিবৃতিতে ৫০ বছর বয়সী রজার্সের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায়।লিগে নিজেদের শেষ ছ’ ম্যাচের পাঁচটি হেরেছে লেস্টার, ড্র অন্যটি। শেষ শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে হেরে অবনমন অঞ্চলে নেমে গেছে লেস্টার।