প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠকের পর রাষ্ট্রপতি ভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন তিনি।
তাঁকে হলুদ গোলাপের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ মূলত সৌজন্যমূলক বলে জানানো হয়েছে। সাক্ষাতের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে সেই খবর জানানো হয়েছে। এরপর বেরিয়ে ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে এই সাক্ষাৎ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শনিবার ৪ কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শনিবারও একমঞ্চে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বৈঠকে চেয়ারপার্সন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।