তাইওয়ান সফরের জন্য মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্য়ান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চিন। বেজিং-র বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান সফরের মধ্য দিয়ে ন্যান্সি পেলোসি চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ করেছেন।
চিনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তাই ন্যান্সি পেলোসি এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চিন। কারণ এক-চীন নীতিকে গুরুতরভাবে পদদলিত করেছেন ন্যান্সি পেলোসি।তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছেন তিনি। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই সামরিক মহড়ার ঘোষণা করে চিন। পাশাপাশি তাইওয়ান থেকে বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বেজিং। বৃহস্পতিবার চিনের নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনী যৌথভাবে তাইওয়ানের ছয়টি অঞ্চলের জলসীমা এবং আকাশসীমায় সামরিক মহড়া শুরু করেছে। রবিবার পর্যন্ত এই সামরিক মহড়া চলবে।