!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

27.1 C
Kolkata
27.1 C
Kolkata
More
    HomeInternationalচলতি বছরে ৮৫ হাজার ভারতীয়র ভিসা : চিন 

    চলতি বছরে ৮৫ হাজার ভারতীয়র ভিসা : চিন 

    Published on

    সাম্প্রতিক খবর

    চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৮৫ হাজার ভারতীয়কে ভিসা দিয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের প্রশাসন। এমনটাই জানিয়েছেন চিনা রাষ্ট্রদূত জু ফেইহং। ওই চিনা রাষ্ট্রদূত জানিয়েছেন, ৯ এপ্রিল পর্যন্ত ভারতে অবস্থিত চিনা দূতাবাস এবং উপ-দূতাবাস চিনে যাওয়ার জন্য ৮৫ হাজারেরও বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে।
    শুধু তা-ই নয়, আরও ভারতীয় যেন চিনে ভ্রমণ করেন, তারও আহ্বান করা হয়েছে। ভারত এবং চিনের মধ্যে ভ্রমণ সহজতর করার জন্য বেজিং ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। কিছু নিয়ম শিথিল করা হয়েছে। অতীতে চিনে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে গেলে আগে থেকে অনলাইনে সময় নিতে হত।
    বর্তমানে তা হয় না। সরাসরি ভিসা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন ভারতীয় নাগরিকেরা। এ ছাড়াও স্বল্প সময়ে চিনে ভ্রমণ করতে গেলে আবেদনকারীকে আর বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয় না। দ্রুত ভিসা মঞ্জুর করার বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে।
    Your ad here

    আরো খবর