চিনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার ভিত্তি হতে পারে। এমনই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ক্রেমলিনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার অগ্রাধিকার তালিকায় রয়েছে চিনের সঙ্গে তাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা। রাশিয়ার বিদেশি বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চিন শীর্ষস্থানে রয়েছে।পাশাপাশি গত মাসে ইউক্রেন পরিস্থিতি নিয়ে চিন তার অবস্থান প্রকাশ করেছে। তিনি জোর দিয়ে বলতে চান, রাশিয়া নিরপেক্ষ অবস্থানে থেকে রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে চলছে।অন্যদিকে চিনা প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১০ বছরের বেশি সময় ধরে একে অপরকে সমর্থন করে আসছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যের বিষয়ে শি জিনপিং বলেছেন, তিনটি ক্ষেত্রে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর নজর দেওয়া হবে। সেগুলো হল, জ্বালানি বাণিজ্য, কাঁচামাল বাণিজ্য ও ইলেকট্রনিক বাণিজ্য।