আমেরিকার স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চিন। এমনটাই দাবি করেছে পেন্টাগন।
আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন, ওই সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগেই তাদের নজরে এসেছে। বেলুনটি চরবৃত্তির জন্যই ব্যবহার করা হচ্ছে। তারা সতর্ক ভাবে বেলুনের গতিবিধির উপর নজর রাখছেন।তবে ওই বেলুনটিকে আমেরিকার কোন পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কত উচ্চতায় উড়তে দেখা গিয়েছে, সে বিষয়ে কোনও তথ্য দিতে চাননি পেন্টাগনের মুখপাত্র।সূত্রের খবর, আমেরিকার নাগরিকত্ব নেওয়া চিনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচরবৃত্তির কাজে লাগাচ্ছে বেজিং।