Monday, September 25, 2023
Top Newsভারতের উদ্যোগে চট্টগ্রাম সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি

ভারতের উদ্যোগে চট্টগ্রাম সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে জি-২০ মেগা বিচ ক্লিন আপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ সরকার, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ, শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবকরা।
পরিবেশের ওপর সামুদ্রিক বর্জ্যের প্রভাব সম্পর্কে সংবেদনশীল করা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে জি-২০ মেগা বিচ ক্লিন আপ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, ভারতের জি-২০ সভাপতিত্ব থাকাকালীন অতিথি দেশ হিসেবে বাংলাদেশ আমন্ত্রণ গ্রহণ করেছে। এটি উভয় দেশের বিস্তৃত ও সুগভীর অংশীদারত্বের প্রতিফলন। ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমুখী। এবং সেটা যৌথ প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ সুবিস্তৃত নানা ক্ষেত্রে সক্রিয় সহযোগিতার মাধ্যমে প্রকাশিত হয়।অন্যদিকে বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবসময় জলবায়ু ইস্যুতে প্রথম সারিতে রয়েছে। পাশাপাশি ভূমিমন্ত্রী উপকূলীয় ও সামুদ্রিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তার প্রতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণের সহায়ক হিসেবে ভারত সরকারের এই উদ্যোগ এবং নাগরিক-কেন্দ্রিক অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন।

More News

মোদী-ট্রুডোর বৈঠকে খলিস্তানপন্থীর মৃত্যু, খারিজ 

0
জি২০ সম্মেলনের ফাঁকে খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার প্রসঙ্গ উঠেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে। এমনটাই...

ভারত-চিন সীমান্ত আলোচনার সাহস আছে : রাজনাথ 

0
ভারত-চিন সীমান্ত নিয়ে আলোচনা করার মতো সাহস আছে তাঁর। লোকসভায় এভবেই কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে...

মোদী-জয়শঙ্কর বৈঠক, কানাডায় ভারতীয়দের সতর্কতা 

0
প্রধানমন্ত্রী সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠকের পরেই কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। জুন মাসে...