গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সহযোগীদের ছোটা শাকিলের এক আত্মীয়কে মুম্বই থেকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতের নাম সালিম কুরেশি। মে মাসে দাউদ-ঘনিষ্ঠদের ২০টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালায় সন্ত্রাস দমন শাখা।
সে সময় সালিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর, ছোটা শাকিলের ওই আত্মীয় সালিম ফ্রুট নামেও পরিচিত।দাউদ, ছোটা শাকিল ও গ্যাংস্টারের সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এনআইএ। এফআইআরে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানে একটি বিশেষ সংগঠন তৈরি করেছেন দাউদ, যা ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা করেছে। দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে ওই সংগঠন। পাকিস্তান থেকে দাউদ ও শাকিলরা এই চক্রান্ত করছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।