চুরির অপবাদে শান্তিপুরে মহিলার মৃত্যুতে নাম জুড়ল সিভিকের

0
82
ছবি সৌজন্যে : নিজস্ব

চুরির অপবাদে নদিয়ার শান্তিপুরে মহিলার মৃত্যুর অভিযোগে ফের নাম জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারের। মৃতের মেয়ের অভিযোগ তাঁর মাকে মেরে ঝুলিয়ে দিয়েছে সিভিক ভলান্টিয়ার ও তাঁর পরিবার। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর এলাকায় বছর ৫০-র সরস্বতী দে শুক্রবার ভোরে ফুল তুলতে গিয়েছিলেন। অভিযোগ সেইসময় শান্তিপুর থানার সিভিক ভলান্টিয়ার অমিত করাতি এবং তাঁর পরিবার সরস্বতী দে-কে চোর অপবাদ দেয়। কান ধরে ওঠবোস করান। বেঁধে রেখে নির্যাতন করেন বলে অভিযোগ মেয়ে মৌসুমির।

এমনকি বাড়িতে এসেও তাঁর মাকে অপমান করেন। মৌসুমির দাবি তাঁর বাবা বাইরে থাকেন। এই সুযোগে অমিত করাতি ও তাঁর পরিবার বাড়িতে এসে তাঁর মাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।