অশান্তিকারীদের শাবাসি দেওয়ার জন্য নেতাজি ইন্ডোরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যা কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় এবং উৎসাহে হচ্ছে।
একই রাজ্যের একটি জায়গা থেকে মানুষ পালিয়ে গিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তাঁদের সঙ্গে কেউ দেখা করতে যায়নি। আর মুখ্যমন্ত্রী অশান্তিকারীদের ডেকে শরবত খাওয়াতে চান বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
উল্লেখ্য, পুলিশের তরফে ভরসা পেয়ে মঙ্গলবার ওয়াকফ-অশান্ত মুর্শিদাবাদে নিজেদের বাড়িতে ফিরেছেন ৩০ টি পরিবার। বাকিদেরও শীঘ্রই বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।