Tuesday, September 27, 2022
Top Newsকুড়মালি ভাষাতেও মুখ্যমন্ত্রীর কবিতা

কুড়মালি ভাষাতেও মুখ্যমন্ত্রীর কবিতা

কুড়মালি ভাষাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা রয়েছে। সব আঞ্চলিক ভাষাকেই সম্মান জানায় তাঁর সরকার।

পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন, জঙ্গলমহলের প্রভূত উন্নতি হয়েছে তাঁর আমলে।এর পরেই মুখ্যমন্ত্রী বলেছেন,কুড়মালি ভাষার স্বীকৃতির দাবি ছিল, করে দিয়েছেন। তিনি নিজেও কুড়মালি ভাষায় কবিতা লিখেছেন। আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষায় পড়াশোনার সুযোগ আমরাই করে দিয়েছেন। কিছু দিন আগেই বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নামাঙ্কিত রিট্রিভার্সিপ পুরস্কার দেওয়া চালু হয়েছে এ বছরই। আর প্রথম বছর বাংলার সাহিত্যিকদের পরামর্শে নিরলস সাহিত্যচর্চার জন্য বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন তিনি।উল্লেখ্য,পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, অসম এবং ছত্তীসগঢ় এবং বিহারে বসবাসকারী কুড়মিরা ,মাহাতোরা, কুড়মালি ভাষায় কথা বলেন। কয়েক বছর আগে তৎকালীন তৃণমূল কংগ্রেস সাংসদ শুভেন্দু অধিকারী সংসদে কুড়মালি ভাষার স্বীকৃতি দাবি করেছিলেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এ নিয়ে দাবি-সনদ দেয় একাধিক কুড়মি-সংগঠন।সে সময় জঙ্গলমহলের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কুড়মিদের দাবিগুলি খতিয়ে দেখে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে।এ বার পুরুলিয়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কুড়মালি ভাষায় কবিতাও লিখেছেন তিনি।

More News

স্থগিত গেহলটের মনোনয়নপত্র জমা, সমাধানে কমল নাথ 

0
সভাপতি নির্বাচন থেকে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে বাদ রাখার আর্জি জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। জানা গিয়েছে,...

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী- রাজ্যপাল দ্বন্দ্ব চরমে

0
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে রাজ্যপাল বানোয়ারীলাল পুরোহিতের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।বিতর্কের কেন্দ্রে আপ সরকারের প্রস্তাবিত...

মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের চেয়ারে ছেলে, বিতর্ক  

0
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের চেয়ারে বসে বিতর্কে জড়িয়েছেন ছেলে শ্রীকান্ত শিণ্ডে।সোশ্যাল ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের...