এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতে বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা। তিক্ততা ভুলে লোকসভা থেকে বরখাস্ত রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে তাঁরা কেউই রাহুল গান্ধীর নাম নেননি। এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতে বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা হয়ে উঠেছেন। যখন ফৌজদারি মামলার অতীত থাকা বিজেপি নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে ভাষণ দেওয়ার জন্য। গণতন্ত্র নতুন নীচতায় পৌঁছেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, গণতান্ত্রিক ভারত এখন সোনার পাথরবাটি।রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, বিজেপি নির্লজ্জভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, বিজেপি বিরোধী নেতাদের ছোট ছোট বিষয়ে ফাঁদে ফেলছে। কারণ বিরোধীদের শক্তিকে ভয় পায় তারা।