পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্র্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্কুলে ১১ হাজার শিক্ষক। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ।
গ্রুপ ডি-তে নিয়োগ করা হবে ১২ হাজার।অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে নিয়োগ করা হবে প্রায় সাড়ে ৯ হাজার। এছাড়াও ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স এবং পুলিশে ২০ হাজার নিয়োগ করা হবে, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী কথায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার নতুন করে পদের সৃষ্টি করেছে রাজ্য সরকার। যার বেশিভাগ তাই শিক্ষাক্ষেত্রে। কিন্তু নিয়োগে এই ঘোষণা দেওয়া সংখ্যার মধ্যে আদালতের মামলাধীন সংখ্যাও রয়েছে কিনা মঙ্গলবার রাত পর্যন্ত জানানো হয়নি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। সেই কারণেই বিরোধীরা এটাকে মুখ্যমন্ত্রীর নতুন চমক এবং অসত্য ভাষণ বলে বর্ননা করেছেন। উল্লেখ্য কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মন্ত্রী ও আমলাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সরাসরি জানিয়েছিলেন তাঁর ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তা তিনি জানেন না এবং যার পর্ণাই ক্ষুব্ধ, তারপরই মঙ্গলবারে এই বিপুল সংখ্যক চাকরি ঘোষণা।