গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে ৪ জানুয়ারি সাগরদ্বীপে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি কপিলমুনির আশ্রমেও যেতে পারেন তিনি।
৪ তারিখ গঙ্গাসাগরে গিয়ে ৫ তারিখ সেখানকার যাবতীয় প্রস্তুতি দেখে ৬ তারিখ কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। রাজ্য সচিবালয় নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে এ বিষয়ে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের কারণে জেলা প্রশাসনের শীর্ষকর্তা থেকে সভাধিপতি শামিমা শেখ গঙ্গাসাগরে উপস্থিত থাকবেন। ১৪ জানুয়ারি সাগরদ্বীপে পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্যস্নান করবেন তীর্থযাত্রীরা। এদিকে করোনার বাড়বাড়ন্তের মধ্যে নিয়ম মেনেই গঙ্গাসাগর মেলা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মানতে হবে কোভিডবিধি। চিনে করোনা বাড়লেও তা নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় ডিজি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ডিসি ট্রাফিক এবং বিভিন্ন থানার ওসিরা।