শেয়ারবাজারে ধসে পড়ে যাচ্ছিল কেন্দ্রের সরকার, শেষমুহূর্তে কয়েকজনের থেকে টাকা চেয়ে ফোন করা হয় বলে বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা থেকে আদানি ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমনন্ত্রী বলেছেন বুধবার বাজেট পেশের পড়েই প্রায় সরকার পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এরপর যাদের শেয়ার পড়েছে তাদেরকে বাঁচাতে ৬-৮ জনকে ফোন করে টাকার জন্য অনুরোধ করা হয়। শেয়ার কেনার জন্য কারও থেকে ২০ হাজার কোটি, আবার কারও থেকে ৩০ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। কাদের থেকে টাকা চাওয়া হয়েছে তাদের নাম জানেন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু নাম বললে পরিস্থিতি দুর্বিসহ হতে পারে এই আশঙ্কা হতে নাম জানাতে চাননি তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবারের বাজেটে কোনও দিশাই নেই। বেকারদের জন্য একটিও কথা বলা হয়নি। খরচ হয়নি একটি শব্দ। অথচ ভোট এলেই বলে ২ কোটি চাকরি দেবে, আর মিটে গেলে চাকরি খেয়ে নেয়।