দিদির দূতরা বিক্ষোভের মুখে পড়ছেন বলে অপপ্রচার চালানো হচ্ছে। বর্ধমানের সভা থেকে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি মানুষের কথা শোনা জনপ্রতিনিধিদের কাজ।
তাঁর বক্তব্য মানুষ তাঁর সমস্যার কথা বললে একটু জোর গলাতেই কথা বলেন। যেমনটা তিনিও সভা থেকে বলে থাকেন। তার মানে তো এটা বিক্ষোভ নয়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন সমস্যা থাকলে অবশ্যই বলতে হবে। তবেই তো রিপোর্ট তাঁর কাছে যাবে। এরপরে ধীরে ধীরে সব কাজ শেষ করা সম্ভব হবে। তাঁর কথায় মানুষের সমস্যার সমাধানের জন্যই তো দুয়ারে সরকার, দিদিকে বলো কর্মসূচি করেছিলেন। তারজন্যই তো লাখ লাখ মানুষকে পরিষেবা দিতে পেরেছেন।