পশ্চিম বর্ধমান জেলা সফরের পরেই মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা সফরের প্রস্তুতি শুরু করেছে নবান্ন। ১১ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে যেতে পারেন। দুর্গাপুর থেকে ফিরেই মুখ্যমন্ত্রী চূড়ান্ত কর্মসূচি ঠিক করবেন।
প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি সভাও হবে বলে খবর। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন আলোচনা সেরে ফেলেছে। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে সৈকতনগরী দিঘায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করতে পারেন দিঘার মেরিন ড্রাইভের। এছাড়া তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, দিঘার জেলা পরিষদের অতিথিশালারও উদ্বোধন করতে পারেন তিনি। এছাড়া কৃষক, পশুপালক, মত্স্যজীবীদের ক্রেডিট কার্ড দিতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগে যাবতীয় প্রকল্পের কাজ শেষ করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।