আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কুকুরের তুলনা করে ফের বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি।আর কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।
মঙ্গলবার বিজেপি কর্মীদের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র বলেছেন, মনে করুন তিনি গাড়িতে করে লখনউ যাচ্ছেন। সেই সময় কুকুর ঘেউ ঘেউ করছে। তারা রাস্তার ধারে থেকে ঘেউ ঘেউ করছে বা গাড়ি তাড়া করছে। এটা তাদের স্বভাব। সে সম্পর্কে তিনি কিছু বলবেন না। এটা বিজেপির স্বভাব নয়। বিষয়বস্তুই নিজেদের প্রকাশ করবে। ইতিমধ্যে মন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।তবে এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ।এরপরেই কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি এটাই অমৃতকাল।কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি দেশের কৃষকদের সঙ্গে কুকুরের তুলনা করেছেন।কিন্তু কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতার কারণে কৃষকরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে এই বিষয়ে অবশ্যই জবাব দিতে হবে।