আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ করে চলেছে কংগ্রেস। একটি বিবৃতি দিয়ে দলের নেতা জয়রাম রমেশ হাম আদানি কে হ্যায় কৌন সিরিজটি অব্যাহত রাখতে তিনটি প্রশ্ন তুলছেন।
জানিয়েছেন, এই প্রশ্নগুলির উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকার কী ভাবে গৌতম আদানিকে একচেটিয়া বাজার ধরার সুযোগ করে দিয়েছে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি কী ভাবে বিমানবন্দর বা বিদ্যুতের মতো অত্যাবশ্যক পরিষেবা নিয়ে ক্রেতাদের ঠকিয়ে গিয়েছেন তা প্রকাশ করা।জয়রাম রমেশের প্রশ্ন, কেন্দ্রীয় অর্থমন্ত্রকে এবং নীতি আয়োগের আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু গৌতম আদানির হাতে ছ’টি বিমানবন্দর পরিচালনার অধিকার তুলে দেওয়ার এটা কি অনিবার্য পরিণাম নয়।দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন হল, হরিয়ানা সরকারের বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির সঙ্গে আদানির চুক্তি নিয়ে। তাঁর আরও অভিযোগ, আদানি গোষ্ঠী জালিয়াতি করা সত্ত্বেও সেবি চোখ বন্ধ করে রয়েছে।