তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ১২ জুন পটনায় জেডিইউ নেতা নীতীশ কুমারের ডাকা বিরোধী জোটের বৈঠকে হাজির থাকবে কংগ্রেস। এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
ইতিমধ্যেই বৈঠকে হাজির থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের দলবদল ঘিরে কংগ্রেস ও তৃণমূলে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তার প্রভাব পটনার বৈঠকেও পড়বে বলে জল্পনা ছিল। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই হাজির থাকতে চলেছে কংগ্রেস। বৃহস্পতিবার প্রবীণ নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস ১২ জুন পটনার বৈঠকে উপস্থিত থাকবে। প্রতিনিধি হিসাবে কে যাবেন তা ঠিক করতে হবে। তিনি নিশ্চিত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং অন্য নেতারা তা স্থির করে ফেলবেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে তৎপর হয়েছেন নীতীশ কুমার। ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিভিন্ন বিরোধী নেতাদের সঙ্গে নিজে দেখা করছেন তিনি।