Sunday, June 4, 2023
Top Newsতাঁকে অপমানের প্রতিযোগিতা কংগ্রেসে : মোদী 

তাঁকে অপমানের প্রতিযোগিতা কংগ্রেসে : মোদী 

তাঁকে অপমান করার প্রতিযোগিতা চলছে কংগ্রেসে। এভাবেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাবণ বলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরেই বৃহস্পতিবার গুজরাটে ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের মধ্যে তাঁকে অপমান করার প্রতিযোগিতা চলছে। কত খারাপ শব্দ ব্যবহার করে, কতটা তীব্রভাবে আক্রমণ করা যায় তা নিয়েই মেতে রয়েছেন কংগ্রেস নেতারা। কিছুদিন আগেই এক কংগ্রেস নেতা বলেছিলেন, কুকুরের মতো মৃত্যু হবে তাঁর। কেউ আবার বলেছে তিনি হিটলারের মতো মরবেন। কেউ তাঁকে রাবণ বলছেন, রাক্ষস বলেছেন। আরশোলা বলতেও থামেননি কংগ্রেস নেতারা। প্রধানমন্ত্রীর মতে, গুজরাটের মানুষ যেভাবে তাঁকে সমর্থন করেছেন তাতে ভয় পেয়েছে কংগ্রেস। সেই জন্যই তাঁর নামে উলটোপালটা কথা বলছেন বিরোধীরা। মল্লিকার্জুন খাড়গে তিনি সম্মান করেন।

More News

দোষীদের শাস্তি, বালেশ্বরে গিয়ে কড়া বার্তা মোদীর  

0
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, এই দুর্ঘটনায় কারও দোষ প্রমাণিত হলে তাঁকে ছাড়া হবে...

বিরোধী শক্তির কাছে পরাজিত হবে বিজেপি – রাহুল

0
আসন্ন লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল করেবে কংগ্রেস। বিরোধী শক্তির কাছে পরাজিত হবে বিজেপি। আমেরিকায় বসে...

শিবাজির মূল্যবোধের ভিত্তিতে অমৃতকালের যাত্রা : মোদী 

0
মহারাজ ছত্রপতি শিবাজির মূল্যবোধের উপর ভিত্তি করে বিজেপি সরকার অমৃতকালের যাত্রা শেষ করবে। এমনই মন্তব্য...