তাঁকে অপমান করার প্রতিযোগিতা চলছে কংগ্রেসে। এভাবেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাবণ বলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরেই বৃহস্পতিবার গুজরাটে ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের মধ্যে তাঁকে অপমান করার প্রতিযোগিতা চলছে। কত খারাপ শব্দ ব্যবহার করে, কতটা তীব্রভাবে আক্রমণ করা যায় তা নিয়েই মেতে রয়েছেন কংগ্রেস নেতারা। কিছুদিন আগেই এক কংগ্রেস নেতা বলেছিলেন, কুকুরের মতো মৃত্যু হবে তাঁর। কেউ আবার বলেছে তিনি হিটলারের মতো মরবেন। কেউ তাঁকে রাবণ বলছেন, রাক্ষস বলেছেন। আরশোলা বলতেও থামেননি কংগ্রেস নেতারা। প্রধানমন্ত্রীর মতে, গুজরাটের মানুষ যেভাবে তাঁকে সমর্থন করেছেন তাতে ভয় পেয়েছে কংগ্রেস। সেই জন্যই তাঁর নামে উলটোপালটা কথা বলছেন বিরোধীরা। মল্লিকার্জুন খাড়গে তিনি সম্মান করেন।