করোনার নতুন উপরূপ বিএফ.৭ ঘিরে দেশে আতঙ্ক বাড়ছে। এই আবহে দেশে সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে এই তথ্য জানা গিয়েছে। শুক্রবার দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ১৮৫।বর্তমানে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯৭।গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৮৩ জন। সুস্থতার হার ৯৮.৮ শতাংশ।দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষ ৪২ হাজার ৭৯১।২৪ ঘণ্টায় দেশে কোভিডে এক জনে মৃত্যু হয়েছে,তিনি কেরলের বাসিন্দা। মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৯১।উল্লেখ্য,ভারতে এখনও মাস্ক বাধ্যতামূলক করা হয়নি। তবে সকলে মাস্ক পরার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে মাস্ক পরার আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে করোনা পরীক্ষায় জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।