Tuesday, April 23, 2024
লাইফস্টাইলকরোনা মস্তিষ্কে প্রভাব ফেলে না

করোনা মস্তিষ্কে প্রভাব ফেলে না

কোভিড নতুন উপরূপের কারণে হু হু করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে চিন-সহ বেশ কয়েকটি দেশে।  এর আগে নানা দেশের অতিমারি গবেষকরা জানিয়েছিলেন, ধীরে ধীরে শক্তি হারাবে করোনাভাইরাস।

কিন্তু গত বছরের শেষ দিকে চিন জুড়ে নতুন করে কোভিড বিপর্যয় উদ্বেগ বাড়াচ্ছে।করোনা আরও বেশি শক্তি সঞ্চয় করে ফিরে এল কি না, তা নিয়ে বাড়ছে আশঙ্কা। এই উদ্বেগের নেপথ্য অবশ্য রয়েছে ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার কয়েক জন গবেষকের একটি কাজ। সেই গবেষণায় উঠে এসেছিল, মস্তিষ্ককেও আক্রমণ করছে করোনার এই নতুন রূপ। মস্তিষ্কে দেখা যাচ্ছে সংক্রমণ, এনসেফালাইটিসের মতো সমস্যা। সংবাদ মাধ্যমে এই তথ্য জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকেই। চড়ছিল উদ্বেগের পারদ। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,এই গবেষণার কোনও ভিত্তি নেই।করোনার নতুন উপরূপ মস্তিষ্কে কোনও প্রভাব ফেলছে না। এই গবেষণা সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত। সমাজমাধ্যমে কোনও খবর দেখে তা নিয়ে বিভ্রান্তি ছড়াতেও বারণ করা হয়েছে।তবে এই গবেষণাটি সঠিক কি না, তা নিয়ে অবশ্য সংশয় ছিল। কারণ এই গবেষণাটি একটি ইঁদুরের উপর করা হয়েছিল।ইঁদুরের মস্তিষ্কে করোনা নয়া উপরূপ প্রভাব ফেললেও, মানুষের ক্ষেত্রেও যে এমন হবে তার কোনও মানে নেই।মানুষের দেহে আর ইঁদুরের দেহে যে ভাইরাস একই রকম আচরণ করবে না,সেটাই স্বাভাবিক।যে ইঁদুরগুলির উপরে এই গবেষণা চালানো হয়, প্রতিটি ইঁদুরই মারা গিয়েছিল। অনেক গবেষকই অবশ্য এই বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছিলেন।

More News

কোভিডের থেকেও ১০০ গুণ হতে পারে বার্ড ফ্লু

0
কোভিডের থেকেও ১০০ গুণ ভয়ঙ্কর হতে পারে বার্ড ফ্লু সংক্রমণ। এভাবেই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পিটসবার্গের বার্ড ফ্লু...

কোভিডের নতুন প্রতিরূপ নিয়ে সতর্কতা হু-র 

0
ভারত এখনও কোভিড মুক্ত নয়। বরং ভিন্ন রূপে নতুন করে কোভিড ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।...

কোভিড ভ্যাকসিনে মৃত্যুর ঝুঁকি কমেছে : আইসিএমআর 

0
কোভিড ভ্যাকসিন তরুণদের আচমকা মৃত্যুর ঝুঁকি কমিয়েছে। রিপোর্ট প্রকাশ করে এমনই দাবি করেছে ইন্ডিয়ান কাউন্সিল...