দেশে ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। চলতি সপ্তাহের শুরু থেকেই দেশে করোনা গ্রাফ নিম্নমুখী ছিল।
কিন্তু গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭২০।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪০ হাজার ১৭৭ জন। মোট আক্রান্তের সংখ্যার ০.০৯ শতাংশ সক্রিয় রোগী আছে। একই সঙ্গে একদিনে মৃত্যু হয়েছে ২০ জনের।ফলে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার। করোনায় মৃত্যুহার ১.১৮ শতাংশ।অন্যদিকে, দেশে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংক্রমণ বৃদ্ধির নেপথ্য়ে রয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এছাড়াও সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রনেরই আর একটি ভ্যারিয়েন্ট এক্সবিবি. ১.১৫।